f
রাজশাহী

রাজশাহী বিভাগে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু

‘সঠিক তথ্যে ভোটার হবো, নির্বাচনে ভোট দেব’ প্রতিপাদ্য নিয়ে রাজশাহী বিভাগে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রম ৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে, যেখানে তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে নতুন ভোটারদের তথ্য সংগ্রহ করবেন।

আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, ২০০৮ সালের ১ জানুয়ারি বা এর আগে জন্মগ্রহণকারী এবং আগের হালনাগাদে বাদ পড়া ব্যক্তিদের তথ্য সংগ্রহ করা হবে। এছাড়া, মৃত ভোটারদের তথ্যও সংগ্রহ করে তালিকা থেকে বাদ দেওয়া হবে।

ভোটার হতে আগ্রহী ব্যক্তিদের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস হিসেবে অনলাইন জন্মসনদ কপি, জাতীয়তা বা নাগরিকত্ব সনদ কপি, পরিবারের একজনের এনআইডির ফটোকপি, এসএসসি বা সমমান সনদ এবং বিদ্যুৎ, গ্যাস বা পানির বিল পরিশোধের কপি প্রেরণ করতে হবে।

এছাড়া, নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করতে এই উদ্যোগের মাধ্যমে সঠিক তথ্য সংগ্রহ করা হবে।

Back to top button