রাজশাহী রেলওয়ে স্টেশনে ভুল সিগনালের কারণে দুটি খালি ট্রেনের সংঘর্ষ


রাজশাহী রেলওয়ে স্টেশনে দুটি খালি ট্রেনের মধ্যে আড়াআড়ি সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১৫ মার্চ) দুপুর আড়াইটার দিকে এই দুর্ঘটনা ঘটে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, রাজশাহী রেলওয়ে স্টেশনের ওয়াশপিট লাইনে একটি ট্রেন প্রবেশ ও অন্যটি বের হওয়ার সময় ভুল সিগনালের কারণে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একটি ট্রেনের পেছনের খাবার বগি লাইনচ্যুত হয়, তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। রেলের কর্মচারীরা দ্রুত খাবারসামগ্রী বের করে আনেন।
রাজশাহী রেলওয়ে স্টেশনমাস্টার আবুল কালাম আজাদ জানান, বাংলাবান্ধা ট্রেনটি ওয়াশপিট থেকে স্টেশনের দিকে যাচ্ছিল এবং ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি স্টেশন থেকে ওয়াশপিটের দিকে যাচ্ছিল। সিগন্যাল পয়েন্টে সমস্যা থাকার কারণে ধূমকেতু এক্সপ্রেস আড়াআড়ি ধাক্কা দেয়, ফলে একটি বগি লাইনচ্যুত হয়।
পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক মামুনুল ইসলাম জানান, দুর্ঘটনার কারণে বিকেলে পদ্মা এক্সপ্রেস ট্রেনটির যাত্রা ২ থেকে ৩ ঘণ্টা দেরিতে হতে পারে। উদ্ধারকাজ শুরু হয়েছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হবে।
এ ঘটনায় অন্যান্য রুটের ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটছে না বলে জানানো হয়েছে।