শহিদুল ইসলামের হত্যাকাণ্ডের বিচারের দাবি ও মাগফিরাত কামনায় আলোচনা সভা অনুষ্ঠিত


২০১৫ সালে ডিবি পুলিশের গুলিতে নিহত শহিদুল ইসলামের খুনিদের বিচারের দাবি ও মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ৷
সোমবার (১৪ এপ্রিল) বিকেল ৫ টায় রাজশাহী নগরীর ১৭ নং ওয়ার্ড জামায়াতে ইসলামী’র উদ্যোগে
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর আমীর ড. কেরামত আলী।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি অধ্যক্ষ মাহবুব আহসান বুলবুল,
সাংগঠনিক সেক্রেটারি জসিম উদ্দিন সরকার, IBWF’র সেক্রেটারি আব্দুল হাসান, রাসিকের ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আইয়ূব আলী।
অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন ১৭ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমীর আলাউদ্দিন
এই সময় বক্তারা বলেন, শহিদুল ইসলাম শুধু মাত্র জামায়াতে ইসলামী করাই তাকে আওয়ামী লীগ আমলে ক্রসফায়ারের নাটক সাজিয়ে হত্যা করা হয়।
এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবি জানান তারা।