চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় দুটি ককটেল বিস্ফোরণ
নগর ডেস্কঃ চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার পাঠানপাড়ায় দুটি ককটেলের বিস্ফোরণ করেছে দুর্বৃত্তরা।
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার পাঠানপাড়ায় দুটি ককটেলের বিস্ফোরণ করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার রাত সাড়ে ৮টার দিকে পৌর এলাকার পাঠানপাড়া ফুড অফিস মোড় জামে মসজিদের সামনে বিকট শব্দে ককটেল দুটি বিস্ফোরিত হয়।
এ ঘটনায় কোনো হতাহত না হলেও আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা। পরে পুলিশ গিয়ে বিস্ফোরিত ককটেলের আলামত সংগ্রহ করে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানায়, রাত সাড়ে ৮টার দিকে হঠাৎ দুটি ককটেল বিস্ফোরণ করে চলে যায় দুর্বৃত্তরা। ককটেল দুটি একটি গাছের ডালে লেগে বিস্ফোরণ হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাকছুদুর রহমান বলেন, ‘আতঙ্ক ছড়াতে দুর্বৃত্তরা স্প্লিন্টারবিহীন ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। সিসি টিভির ফুটেজ দেখে দুর্বৃত্তদের আইনের আওতায় আনা হবে।’