রাজশাহী জেলা সাংবাদিক সংস্থার নির্বাচনে সভাপতি জাহিদ, সম্পাদক বাবলু নির্বাচিত
বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা শাখার নির্বাচন ১ ফেব্রুয়ারি, শনিবার এক দিনব্যাপী সম্মেলনের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের মধ্যে বেলা ১২টা থেকে গোপন ভোটের মাধ্যমে নির্বাচন প্রক্রিয়া শুরু হয়। নির্বাচনে দৈনিক নিখাদ খবরের রাজশাহী ব্যুরো প্রধান জাহিদ হাসান ৫৬ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক আজ পত্রিকার সম্পাদক আব্দুল মুবিন ৩ ভোট পেয়েছেন।
সাধারণ সম্পাদক পদে দৈনিক বার্তা পত্রিকার স্টাফ রিপোর্টার ও দৈনিক সুপ্রভাত রাজশাহী পত্রিকার সম্পাদক ফজলুল করিম বাবলু ৩৯ ভোট পেয়ে জয়ী হন, যেখানে তাঁর প্রতিদ্বন্দ্বী সাপ্তাহিক গণদৃষ্টির সম্পাদক এ্যাডভোকেট শরিফুল ইসলাম বাবু পেয়েছেন ১৮ ভোট।
উপজেলা পর্যায়ে যুগ্ম সাধারণ সম্পাদক পদে দৈনিক আমাদের রাজশাহী পত্রিকার স্টাফ রিপোর্টার ইউসুফ আলী চৌধুরী ৩৮ ভোট পেয়ে নির্বাচিত হন, তাঁর প্রতিদ্বন্দ্বী দৈনিক কালবেলা পত্রিকার চরঘাট প্রতিনিধি মিঠু রানা পেয়েছেন ২১ ভোট।
বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি পদে মাই টিভির বিভাগীয় প্রতিনিধি ফায়সাল শাহরিয়ার অনতু, যুগ্ম সম্পাদক পদে দৈনিক নতুন প্রভাত পত্রিকার মফস্বল সম্পাদক ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক পদে স্বদেশ বাণী ডট কম এর সম্পাদক ও দৈনিক জনতার রাজশাহী প্রতিনিধি কামরুজ্জামান বাদশা, অর্থ সম্পাদক পদে আরটিভির ক্যামেরা পার্সন রাজিব, দপ্তর, পাঠাগার ও প্রশিক্ষণ সম্পাদক পদে বাংলার জনতা পত্রিকার রাজশাহী প্রতিনিধি রায়হান ইসলাম রনি, সমাজ কল্যাণ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে দৈনিক নতুন প্রভাত পত্রিকার ক্রীড়া প্রতিবেদক আফরোজা খান হেলেন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে দৈনিক সানশান পত্রিকার স্টাফ রিপোর্টার আবু নুর মো: মুক্তার হোসেন, জনকল্যাণ ও মানবাধিকার সম্পাদক পদে চ্যানেল ফোর ও দেশ বাংলা পত্রিকার রাজশাহী প্রতিনিধি সৌমেন্দ্রনাথ মন্ডল।
নির্বাহী সদস্য পদে বিজয়ী হয়েছেন বিজয় টিভির রাজশাহী প্রতিনিধি ফরহাদ হোসেন আদনান, দৈনিক রাজশাহীর আলো পত্রিকার ফটো সাংবাদিক ফয়সাল হোসেন, দৈনিক ভোরের কাগজ ও নতুন প্রভাত পত্রিকার চারঘাট প্রতিনিধি মাইনুল হক সান্টু এবং দৈনিক সবুজ নিশান পত্রিকার মোহনপুর প্রতিনিধি মাজেদুর রহমান সবুজ।
নির্বাচনে মোট ৬২ জন ভোটারের মধ্যে ৬০ জন ভোট প্রদান করেন। সাধারণ সম্পাদক পদে ৩টি ভোট এবং সভাপতি পদে ১টি ভোট বাতিল হয়। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন কমিশনার শফি উদ্দীন আহম্মেদ, নির্বাচন কমিশনার সরকার শরিফুল ইসলাম, এবং নির্বাচন কমিশনার রাজশাহী সিটি প্রেসক্লাব সাধারণ সম্পাদক পরিতোষ চৌধুরী আদিত্য।
সম্মেলনের শুরুতে ঐতিহাসিক ভূবন মোহন পার্ক থেকে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়, যেখানে বেলুন উড়িয়ে সম্মেলনের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা আহ্বায়ক কমিটির সদস্য রফিকুল আলম ও অন্যান্য বিশিষ্ট নেতৃবৃন্দ।
এছাড়া অনুষ্ঠানে সেরা সংগঠক হিসেবে পুরস্কৃত হন বাংলাদেশ সাংবাদিক সংস্থা বিভাগীয় আহ্বায়ক কমিটির সদস্য আমিনুল ইসলাম বনি।