পরকীয়ার অভিযোগে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর মামলা


স্বামীর একাধিক পরকীয়া, যৌতুক দাবি, শারীরিক ও মানসিক নির্যাতনসহ নানা অপকর্মের তথ্য তুলে ধরে সংবাদ সম্মেলন করেছেন স্ত্রী জান্নাতুল ফেরদৌস চৈতি। সোমবার রাত আটটার দিকে রাজশাহীর পূবালী মার্কেটে বিভাগীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তার স্বামী রেজাউর রহমান শুভর বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন। তিনি বলেন, শুভ একাধিক পরকীয়ায় জড়িত। বাধা দিলে চলত শারীরিক নির্যাতন। এরই মধ্যে তাকে ৮ লক্ষ টাকা দেয়া হয়েছে। এরপরও সে আরও টাকা দাবি করে। দিতে না পারায় চলে শারীরিক নির্যাতন। শেষ পর্যন্ত গত ২৪ মে নগরী রাজপাড়া থানায় মামলা দায়ের এর পর শুভকে আটক করে পুলিশ। এসময় তিনি দাবী করেন, শুভ নগরীর উপ শহর এলাকার বজলু ড্রাইভারের মেয়ে নীলার সাথে পরকীয়ার জেরে র্যাব -৫ এর সদস্য মোস্তাফিজুর রহমানের সাথে আতাত করে একটি কোচিং সেন্টারের পরিচালক মজনু আহমেদ সাগরকে অস্ত্র ও মাদক দিয়ে ফাঁসিয়েছে। ভুক্তভোগী অপরাধী শুভ’র দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। এরই মধ্যে চৈতিকে তালাক দিয়েছে অভিযুক্ত শুভ।
ভুক্তভোগী চৈতির দাবি দীর্ঘ কয়েক বছর শুভ কোন প্রকার ভরন পোষন দিতেন না।
পরকীয়ার বিষয়টি জানাজানি হলে শুভ স্ত্রীর উপর আরও নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিতেন। পরে পরকিয়া প্রেমিকা নীলাকেও বারবার নিষেধ করেছেন, তাতেও কোন কাজ হয়নি। অবশেষে সেই রোষানলে পড়ে নীলার নিরিহ স্বামী (শিক্ষক) মজনু আহমেদ সাগর কে পরিকল্পনা করে অস্ত্র ও মাদক দিয়ে ফাঁসিয়ে গ্রেফতার করিয়ে জেল হাজতে পাঠান। এঘটনায় র্যাব সদস্য মোস্তাফিজ ও শুভ’র কথাপোকথন শুনতে পেয়েছিলেন চৈতি। বিষয়টি নিয়ে স্ত্রীকে ব্যাপক মারধর করেন এবং জীবন নাশের হুমকি দেন শুভ। পরে পিতাকে গুলি করে মেরে ফেলবে বলে প্রতিনিয়তই ভয়-ভীতি ও হুমকি দিত। এমনটায় অভিযোগ করেন চৈতি। এমনকি ওয়ারড্রবের ভিতরে আগ্নেয়াস্ত্র ও বুলেট রাখতেন বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন চৈতি।
সংবাদ সম্মেলনে অপরাধীর উপযুক্ত শাস্তির দাবি জানান ভুক্তভোগী চৈতি।
এব্যাপারে প্রেমিকা নীলার নাম্বারে একাধিকবার ফোন করেও তাকে পাওয়া যায় নি। তবে অস্ত্র ও মাদক দিয়ে ফাঁসানোর ব্যাপার নিয়ে
র্যাব সদস্য মুস্তাফিজুর রহমানের সরকারি নাম্বারে ফোন দিলে কথা হয় অন্য একজনের সাথে। তিনি জানান, বর্তমানে মোস্তাফিজুর এখানে এখন নেই, তার বদলি হয়ে গেছে।