f
রাজশাহী

রাজশাহীর পুঠিয়ায় বিএনপির ৩১ দফা বাস্তবায়নে আলোচনা সভা অনুষ্ঠিত

রাজশাহী প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১দফা বাস্তবায়নের লক্ষে রাজশাহীর পুঠিয়ায় মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার ধোপা পাড়া উচ্চ বিদ্যালয় মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য জিয়া পরিষদের ভাইস প্রেসিডেন্ট ব্যারিস্টার রেজাউল করিম।

প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, বিএনপি একটি একটি উন্নয়নের দল। আগামীতে দেশকে উন্নয়নের দিকে নিয়ে যেতে হলে বিএনপি ছাড়া কোন বিকল্প নেই। তারেক রহমান যে ৩১ দফা দিয়েছেন তা বাস্তবায়নে বদ্ধ পরিকর বিএনপি। আর ৩১ দফা বাস্তবায়ন হলেই দেশের মানুষের মুক্তি মিলবে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য আব্দুল মান্নান, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আজগর আলী মাস্টার, ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুল কাদের, সাবেক ইউপি সদস্য মখলেসুর রহমান সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

Back to top button