চাঁপাইনবাবগঞ্জ পেছন থেকে ট্রাক্টর চাপায় মাদ্রাসা শিক্ষার্থী নিহত


চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিযনের গোটাপাড়া এলাকায় পেছন থেকে ট্রাক্টর চাপায় মো. ইমন নামে বাইসাইকেল আরোহি এক কিশোর নিহত হয়েছে। সে সদর উপজেলার শাজাহানপুর ইউনিযনের নরেন্দ্রপুর মুন্সিপাড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে ও চরবাগডাঙ্গা ইসলামিয়া মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়,বুধবার ভোর সাড়ে ৫টার দিকে বাড়ি থেকে বাইসাইকেল চালিয়ে মাদ্রাসা যাবার পথে দ্রæতগামি ট্রাক্টরটি পেছন থেকে ইমনের বাইসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে সে আহত হলে তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নেয়া হয়। পরে দুপুর ১২টার দিকে চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন।
সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) রইস উদ্দিন বলেন, ঘটনার পরপরই ট্রাক্টর ও চালক পালিয়ে যায়। পুলিশ মরদেহ উদ্ধার করে আইনী ব্যবস্থা গ্রহণ শেষে আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করেছে। এ ঘটনায় থানায় সড়ক পরিবহন আইনে মামলা হয়েছে। পুলিশ ট্রাক্টও ও এর চালককে শনাক্ত ও আটকে কাজ শুরু করেছে বলেও জানান ওসি।