চাঁপাইনবাবগঞ্জে পিকআপ,সিএনজি,মোটরসাইকেল ও ৭টি চোরাই গরুসহ ৩ আন্ত:জেলা ডাকাত গ্রেপ্তার


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পুলিশ অভিযানে কূখ্যাাত আন্ত:জেলা ডাকাত সর্দার কানু ওরফে কান্দু ওরফে কানজু (৪৫) গ্রেপ্তার হয়েছে। তিনি দাইপুকুরিয়া ইউনিয়নের এখলাসপুর আড়গাড়া পলাশবাড়ী গ্রামের মৃত কছিরুদ্দিন ওরফে খমু উদ্দিনের ছেলে। পুলিশ জানায়,গত মঙ্গলবার(২৫ ফেব্রæয়ারী) রাত সাড়ে ৯টার দিকে নিজ বসতবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে শিবগঞ্জ থানা পুলিশ। অভিযানে একই সাথে কানুর বাড়ি থেকে গ্রেপ্তার হয় তার সহযোগী অপর দুই ডাকাত। তারা হল শিবগঞ্জের মুসলিমপুর গ্রামের মৃত সাজেমানের ছেলে শরিফুল ইসলাম(২৫) ও উপর ধোবড়া গ্রামের ইয়াসিন ঘোরামের ছেলে মো: রাকিব(২৫)। এ সময় কানুর বাড়ি থেকে জব্দ হয় ৭টি চোরাই গরু,ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান,একটি সিএনজি অটোরিক্সা ও একটি মোটরসাইকেল।
গ্রেপ্তার প্রত্যেকের নামে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ,রাজশাহীর বিভিন্ন থানা সহ বিভিন্ন জেলায় অন্তত: চারটি করে হত্যা, ডাকাতি,দস্যূতা,আইন শৃখলা বিঘœকারী অপরাধ (দ্রæত বিচার),বিশেষ ক্ষমতা আইন ও মাদক সহ বিভিন্ন অপরাধের অভিযোগে মামলা রয়েছে।
বুধবার(২৬ ফেব্রæয়ারী) দুপুর ১টার দিকে নিজ কার্যালয়ে এক আয়োজিত প্রেস ব্রিফিং-এ চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার রেজাউল করিম অভিযানের বিস্তারিত জানান। পুলিশ সুপার বলেন, কানু ডাকাতের বাড়িতে একদল ডাকাত চোরাই গরু বিক্রির জন্য অবস্থান করেছে মর্মে গোপন খবরের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। ওই বাড়ি ঘিওে অভিযানে ওই তিন ডাকাত জব্দ মালামালসহ হাতেনাতে গ্রেপ্তার হয়। তবে অভিযানকালে একই চক্রের সদস্য আরও অন্তত: দুই ডাকাত পালিয়ে যায়। তাদের আটকে অভিযান অব্যহত রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসবাাদে গ্রেপ্তাররা জানায়,চোরাই গরুগুলো তারা অপর এক ডাকাতের নিকট থেকে বিক্রির জন্য নিয়েছিল। পুলিশ সুপার আরও বলেন, এরা একটি সংঘবদ্ধ অপরাধী চক্র। এই চক্রের ব্যাপারে তদন্ত করা হচ্ছে।
বুধবার গ্রেপ্তারদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়েরের পর দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।