রাজশাহীর চারঘাটে ৩০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার


রাজশাহী জেলার চারঘাট উপজেলার বাদুড়িয়া এলাকায় অভিযান চালিয়ে র্যাব-৫ এর একটি দল ৩০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামী মোঃ সোহাগ আলী (২৮), যিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন।
গত কাল ২৫ ঘটিকায় র্যাব-৫ এর একটি বিশেষ অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে চারঘাট থানাধীন বাদুড়িয়া এলাকায় অভিযান চালায়। অভিযানে মোঃ সোহাগ আলীকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৩০ বোতল ফেন্সিডিল, ০১টি মোটরসাইকেল, ০২টি মোবাইল ফোন এবং ০৩টি সীম (ইয়াবা ট্যাবলেট) উদ্ধার করা হয়।
ধৃত আসামী মোঃ সোহাগ আলী, পিতা মোঃ আব্দুর রাজ্জাক, স্থায়ী ঠিকানা চকমোক্তারপুর (চকপাড়া), চারঘাট, রাজশাহী। সে দীর্ঘদিন ধরে ইয়াবা ট্যাবলেট, ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সংগ্রহ করে রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের নিকট বিক্রয় করে আসছিল।
উক্ত অভিযানের পর রাজশাহী জেলার বাগমারা থানায় মাদক সংক্রান্ত একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। র্যাবের পক্ষ থেকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখার ঘোষণা দেওয়া হয়েছে।
উপরোক্ত সংবাদ বিজ্ঞপ্তিটি টিভি স্ক্রলে প্রদর্শনের জন্য সকল ইলেকট্রনিক মিডিয়াকে অনুরোধ করা হলো।
র্যাবের এই অভিযান মাদকবিরোধী অভিযানে তাদের অঙ্গীকারের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। মাদক ও অপরাধ দমনে র্যাবের নিয়মিত অভিযান দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।