f
নাটোরসারাদেশ

অবরোধের সমর্থনে নাটোরে বিএনপির বিক্ষোভ মিছিল

নগর খবর ডেস্ক : নাটোরে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

রোববার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে আটটার দিকে নাটোর শহরের তেবাড়িয়া বাজার থেকে মিছিলটি বের হয়ে স্টেশন বাজারে গিয়ে শেষ হয়। এসময় তারা অবরোধের সমর্থনে এবং সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দেয়।

বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দিয়ে জেলা বিএনপির সদস্য ফরহাদ আলী দেওয়ান শাহীন বলেন, একতরফা নির্বাচন দেশের মানুষ মানে না, মানবে না। প্রহসনের নির্বাচন করে মানুষের ভোটের অধিকার হরণ করা হচ্ছে। মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে রাজপথে থাকবে বিএনপির নেতাকর্মীরা।

সেইসঙ্গে প্রহসনের নির্বাচন বাতিল করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু ভোট দিতে আহ্বান জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফয়সাল আলম আবুল, নাটোর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাসেল রনি, জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম, নবাব সিরাজউদ্দৌলা কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক এসএম জুবায়েরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Back to top button