f
সারাদেশ

ঈদুল ফিতরের দিন সড়ক দুর্ঘটনায় ২১ জনের মৃত্যু, আহত বহুজন

ঈদুল ফিতরের দিন গতকাল সোমবার দেশের ১০ জেলায় সড়ক দুর্ঘটনায় অন্তত ২১ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও অনেকেই।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, চট্টগ্রামে পাঁচজন, বগুড়ায় তিনজন, মেহেরপুরে তিনজন, গাজীপুরে দুজন, কিশোরগঞ্জে দুজন, ব্রাহ্মণবাড়িয়ায় দুজন নিহত হয়েছেন। এছাড়া নওগাঁ, পিরোজপুর, ঝিনাদহ ও যশোরে একজন করে মৃত্যুর খবর পাওয়া গেছে।

গতকাল ভোরে চট্টগ্রামের লোহাগাড়ার চুনতি জাঙ্গালিয়ায় দুই বাসের সংঘর্ষে পাঁচজন নিহত হন এবং ছয়জন আহত হন।সকালে গাজীপুরের শিববাড়িতে বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হন, আহত হন চারজন।দুপুরে বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে পৃথক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজন নিহত হন এবং চারজন আহত হন।সকালে জেলার সাপাহারে বন্ধুদের নিয়ে ঘুরতে বেরিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে শাহিন আলম (১৭) নামে এক যুবক নিহত হন, আহত হন দুই আরোহী। ঈদের দিন দুপুরে পিরোজপুরের ইন্দুরকানীতে স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে মহিউদ্দিন তুহিন (২৫) নামে এক যুবক নিহত হন, আহত হন তার স্ত্রী মিম আক্তার। বিকেলে জেলার কুলিয়ারচরের আগরপুর-পোড়াদিয়া সড়কে দুই মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত হন।  বিকেলে শহরের আহম্মদ আলী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের পাশে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে মোটরসাইকেল, মাইক্রোবাস ও ব্যাটারিচালিত ভ্যানের সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ তিনজন নিহত হন, আহত হন দুজন। সন্ধ্যায় জেলার আশুগঞ্জের সোনারামপুর এলাকায় রাজমনি হোটেলের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হন এবং গুরুতর আহত হন আরও দুজন।

এছাড়া ঝিনাদহ ও যশোরে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ঈদের আনন্দের মাঝে এই দুর্ঘটনাগুলো দেশের মানুষের জন্য এক গভীর শোকের কারণ হয়ে দাঁড়িয়েছে।

Back to top button