কক্সবাজারসারাদেশ

কক্সবাজারের ৪ আসনে বিজয়ী হলেন যারা

নগর খবর ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজারের চারটি আসনে ভোট গণনা সম্পন্ন হয়েছে। এই চারটি আসনের তিনটিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, একটিতে কল্যাণ পার্টির প্রার্থী জয় লাভ করেছে।

কক্সবাজার-১ আসনে (চকরিয়া-পেকুয়া) ১৫৮টি কেন্দ্রে কল্যাণ পার্টির হাতঘড়ি প্রতীকের প্রার্থী চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম ৮১ হাজার ৯৫৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জাফর আলম ৫২ হাজার ৮৯৬ ভোট হয়েছেন।

কক্সবাজার-২ আসনে (চকরিয়া-মহেশখালী) ১১৮টি কেন্দ্রে নৌকা প্রতীকের প্রার্থী আশেক উল্লাহ রফিক ৯৭ হাজার ৩৯৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনএফ প্রার্থী শরীফ বাদশা নোঙর প্রতীক নিয়ে পেয়েছেন ৩৪ হাজার ৪৯৬ ভোট।

কক্সবাজার-৩ (কক্সবাজার সদর, রামু, ঈদগাঁও) আসনে ১৭৭টি কেন্দ্রে নৌকা প্রতীকের প্রার্থী সাইমুম সরওয়ার কমল ১ লাখ ৬৭ হাজার ২৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মিজান সাঈদ ২১ হাজার ৯৪৬ ভোট পেয়েছেন।

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে ১০৪টি কেন্দ্রে নৌকা প্রতীকের প্রার্থী শাহীন আক্তার পেয়েছেন ১ লাখ ২৫ হাজার ৭২৫ ভোট। ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নুরুল বশর পেয়েছেন ২৯ হাজার ৯২৯ ভোট।

Back to top button