নগর খবর ডেস্ক : নাটোর-২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের পোস্টার এবং নির্বাচনী ক্যাম্প পুড়িয়ে দিয়েছে দুর্বত্তরা। সোমবার (১ জানুয়ারি) ভোরে সদর উপজেলার চৌমুহনী ঘোড়াগাছা মোড়ে এ ঘটনা ঘটে।
এই আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগ মনোনিত প্রার্থী শফিকুল ইসলাম শিমুল বলেন, সোমবার ভোরে চৌমুহনী ঘোড়াগাছা এলাকায় দড়ি দিয়ে টানানো পোস্টার পুড়িয়ে দেয়। পরে সেখানকার মোড়ের নৈশ্য প্রহরী আগুন নেভায়।
নৈশ প্রহরী মসলেম উদ্দিন জানান, নির্বাচনী ক্যাম্পের মধ্যে নৌকার পোস্টার, কয়েকেটি চেয়ার ও সাইড পর্দা পুড়ে গেছে। সকালে পুলিশ এসে সেগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে নাটোর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, সেখানে নৌকার পোস্টার ও সামিয়ানা টানিয়ে কিছু লোক সেখানে বসে চা খেতেন। ওটাকে অফিস বলা যায় না। এ ঘটনায় কেউ অভিযোগ করেনি।