নগর খবর ডেস্ক : আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় যোগ দেওয়া পঙ্কজ নাথের কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৯ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে বঙ্গবন্ধু উদ্যানে এ ঘটনা ঘটে। হামলায় কমপক্ষে ১৫ জন আহত হয়েছে বলে জানান আহতরা।
আহত সোহাগ জানান, মেহেন্দীগঞ্জে আমরা এমপি পঙ্কজ নাথের রাজনীতি করি। আজ আমাদের নেত্রী শেখ হাসিনা আসায় তার জনসভায় যোগ দেই। মাঠে প্রবেশ করতেই ডা. শাম্মী আহমেদের কর্মীরা আমাদের মিছিলের ওপর হামলা চালিয়ে আমাকেসহ ১৫/১৬ জনকে আহত করেন।
উপজেলা ছাত্রলীগের কর্মী রেহান বলেন, শাম্মী আহমেদের মনোনয়ন বাতিল হওয়ায় সেই ক্ষোভে নৌকার কর্মীদের মারধর করে আমাদের মাথা ফাটিয়ে দিয়েছে৷
ঘটনার সময় মঞ্চে বক্তব্য দিচ্ছিলেন ডা. শাম্মী আহমেদ। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জয়ের জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকতে বলেন।