বরিশালসারাদেশ

ভোট দেওয়ার পরিবেশ তৈরি করতে পেরেছি : বিএমপি কমিশনার

নগর খবর ডেস্ক : বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনার জিহাদুল ইসলাম বলেছেন, ভোটকেন্দ্র সুরক্ষিত অবস্থায় রয়েছে। কেন্দ্রগুলোকে নিরাপত্তার চাদরে মুড়িয়ে দেওয়া হয়েছে। আমরা ভোটারদের বার্তা দিতে চাই, পুরো পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং ভোট দেওয়ার মতো পরিবেশ আমরা তৈরি করতে পেরেছি।

শনিবার (৬ জানুয়ারি) বিকেলে বরিশাল নগরীর আমতলামোড় এলাকায় গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি। এর আগে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, আনসার, র‍্যাবসহ আইনশৃঙ্খলায় নিয়োজিত অন্যান্য বাহিনীর সমন্বয়ে যৌথ মহড়া অনুষ্ঠিত হয়।

বিএমপি কমিশনার বলেন, ভোটের দিন দলমত নির্বিশেষে ভোটার তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে। কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যেন সৃষ্টি না হয় সেই প্রস্তুতি আমাদের রয়েছে। অধিকাংশ ভোটকেন্দ্রে ভোটের সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়েছে। আশা করছি আগামীকাল (৭ জানুয়ারি) আমরা সুষ্ঠু, সুন্দর ও ভালো একটি নির্বাচন করতে পারব।

তিনি আরও বলেন, আমরা দেখেছি সারা দেশে ছোটখাটো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। তবে এখন পর্যন্ত বরিশাল মহানগরীতে এমন কোনো ঘটনা ঘটতে দিইনি। যে ফোর্স এবং প্রস্তুতি রয়েছে তাতে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানোর সুযোগ নেই। প্রতিটি ভোটকেন্দ্রকে আমরা নিরাপত্তার চাদরে মুড়িয়ে দিয়েছি। ভোটকেন্দ্রগুলো সুরক্ষিত রয়েছে। কেউ যদি নাশকতা করতে চায় তার বিরুদ্ধে কঠোর ও সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করবো।

এ সময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Back to top button