নগর খবর ডেস্ক : যান চলাচলে বিঘ্ন ঘটিয়ে সড়কে পথসভার আয়োজন করায় পথসভা না করেই ফিরে গেছেন ফেনী-১ আসনের নৌকার প্রার্থী আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। সোমবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় ফুলগাজীর নতুন মুন্সিরহাটে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিয়মিত প্রচারণার অংশ হিসেবে সোমবার সন্ধ্যায় ফুলগাজী উপজেলার নতুন মুন্সিরহাটে পথসভার আয়োজন করা হয়। এতে নৌকার প্রার্থী আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের বক্তব্য দেওয়ার কথা ছিল। পরে সভামঞ্চে এসে সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটিয়ে পথসভার আয়োজন করায় স্থানীয় নেতাকর্মীদের এ নিয়ে প্রশ্ন করেন তিনি। তখন দ্রুত সড়কে যান চলাচল স্বাভাবিক করতে নির্দেশ দিয়ে বক্তব্য না দিয়েই ফিরে যান আওয়ামী লীগের এ প্রার্থী।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক আওয়ামী লীগ নেতা বলেন, স্থানীয় নেতারা পথসভা আয়োজন করায় যান চলাচলে এতটা সমস্যা হবে, এটি আগে চিন্তা করেনি। পরে নৌকার প্রার্থী আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম বলার পরপরই যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।
এ ব্যাপারে আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম বলেন, সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটিয়ে পথসভার আয়োজন করায় তাৎক্ষণিক সড়ক থেকে সবাইকে সরিয়ে দিতে নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছি। পরে সেখানে বক্তব্য না দিয়েই ফিরে এসেছি। সাময়িক অসুবিধা হওয়ায় জনসাধারণের কাছে দুঃখ প্রকাশ করছি।