f
সারাদেশ

সরে দাঁড়ালেন দিনাজপুর-২ আসনের জাপার প্রার্থী মাহবুব আলম

নগর খবর ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত) আসনের নির্বাচন থেকে সরে গেলেন জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী মো. মাহবুব আলম।

মঙ্গলবার (২ জানুয়ারি) বিরল উপজেলা শাখা জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সংবাদমাধ্যমের কর্মীদের সামনে এ ঘোষণা দেন লাঙ্গল প্রতীকের প্রার্থী মো. মাহবুব আলম।

মাহবুব আলম সাংবাদিকদের বলেন, আমার কাছে মনে হয়েছে এ নির্বাচন কতটুকু ফ্রি ফেয়ার হবে এবং বিশেষ করে আমি যে জায়গাটিতে গুরুত্ব দিতে চাই আপনার ভোট কাউন্টিং কতটুকু ট্রান্সপারেন্ট হবে এবং ডিক্লারেশন কতটুকু অথেন্টিকেশন হবে, এ নিয়ে আমি সন্দিহান এবং আই এম লিটল কনসাল্ট। তারই ধারাবাহিকতায় আমি আপনাদের সবাইকে জানান দিতে চাই আজ থেকে আমি আমার নির্বাচনী সকল কর্মকাণ্ড বন্ধ রাখলাম। অব্যাহতি নিলাম এবং আমি এই ইলেকশন থেকে সরে দাঁড়ালাম।

Back to top button