জমিজমা নিয়ে বিরোধ, প্রাণ গেল দুই ভাইয়ের
নগর খবর ডেস্ক : জমিজমা নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাই ও তার দলবলের হামলায় খুন হয়েছেন এক ভাই। হামলা চালানোর সময় মারা গেছেন হামলাকারী ভাইও।
তারা হলেন— সেলিম মুন্সী (৪৫) ও তার চাচাতো ভাই আলাউদ্দিন মুন্সী (৫০)।
গতকাল (মঙ্গলবার) রাত সাড়ে ১০টায় পটুয়াখালীর বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের আতশখালি গ্রামের ৮নং ওয়ার্ডে এ ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জমিজমা নিয়ে সেলিম ও আলাউদ্দিনদের বিরোধ ছিল। গতকাল রাতে সেলিমের ওপর হামলা চালায় আলাউদ্দিন মুন্সী ও তার লোকজন। তাকে কুপিয়ে ও পিটিয়ে খুন করা হয়। এ সময় আলাউদ্দিন মুন্সীও মারা যান। তবে তিনি এই মারামারিতে মারা যান না কি হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তা জানা যায়নি।
৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য সাহাবুদ্দিন সাবু বলেন, সেলিম মুন্সী ও আলাউদ্দিন মুন্সী আপন চাচাতো ভাই। শুনেছি তাদের মধ্যে জমি জমা নিয়ে বিরোধ চলে আসছিল। আর এ বিরোধের জের ধরে সেলিম মুন্সীর ওপর হামলা হয়। ঘটনাস্থলে তিনি মারা যান। তবে আলাউদ্দিন মুন্সী কিভাবে মারা গেছে তা বলতে পারব না।’
খবর পেয়ে বাউফল থানার ওসি শোনিত কুমারের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে এ ব্যাপারে ওসির কোনো বক্তব্য পাওয়া যায়।