সারাদেশ
দিনাজপুরে চাল বোঝাই ট্রাকে আগুন
নগর খবর ডেস্কঃ দিনাজপুরে বীরগঞ্জ উপজেলায় চাল বোঝাই একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার (৬ ডিসেম্বর) দিবাগত রাতে বীরগঞ্জ উপজেলার আমতলী এলাকায় এ আগুন দেওয়ার ঘটনা ঘটে।
বীরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার দিবাগত রাতে দিনাজপুরের সেতাবগঞ্জ থেকে চাল নিয়ে রংপুরে যাচ্ছিল ট্রাকটি। যাত্রাপথে আমতলী নামক এলাকায় কয়েকজন দুর্বৃত্ত ট্রাকটির গতিরোধ করে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।