f
নাটোরসারাদেশ

নাটোর সিংড়া ডায়াবেটিক সমিতি নতুন চক্ষু ইউনিট শুভ উদ্বোধন করেন

জেলা প্রতিনিধি :দেশের মানুষের পাঁচটি মৌলিক অধিকার প্রতিষ্ঠিত করতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অঙ্গীকারবদ্ধ।

রবিবার সকাল ১০টায় সিংড়া ডায়াবেটিক সমিতি চক্ষু ইউনিট এর শুভ উদ্বোধন কালে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক এম পি মহোদয় উপরের উল্লেখিত কথাগুলো বলেন। তিনি আরও বলেন সিংড়ার মানুষরা যাতে আগামীদিনে ডায়াবেটিক এর চিকিৎসার পাশাপাশি চক্ষু ও দ্যান্ত চিকিৎসা পায় সেজন্য সার্বিক ব্যবস্থা হাতে নিয়েছি।

উক্ত অনুষ্ঠান সিংড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা খাতুন এর সভাপতিত্বে ও মোঃ রুহুল আমিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিংড়া ডায়াবেটিক সমিতির সহ সভাপতি আলহাজ্ব জান্নাতুল ফেরদৌস সহ ডায়াবেটিক সমিতির সদস্য গণ।

এর পূর্বে সকাল ৯টায় ডাক যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রনালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এম পি মহোদয় তার নিজ বাসভবনের হলরুমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ হতে ৫,০০০ পিচ হুয়াওয়ে ৩,০০০ পিচ CRIG ২,০০০ পিচ কম্বল, দরিদ্র অসহায় শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করেন।

Back to top button