f
সারাদেশ

নেত্রকোণায় দুই দিনব্যাপী বাউল মেলা অনুষ্ঠিত

নগর খবর ডেস্ক : নেত্রকোণায় জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত বাউল কবি রশিদ উদ্দিনের ১৩৬তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বাউল মেলা অনুষ্ঠিত হয়েছে। বাউল রশিদ উদ্দিন একাডেমি ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে এই বাউল মেলার আয়োজন করা হয়।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুই দিনব্যাপী নেত্রকোণা শহরের রাজুর বাজার কলেজিয়েট স্কুল মাঠে এই বাউল মেলা অনুষ্ঠিত হয়।

মেলা উপলক্ষ্যে নেত্রকোণা পৌরসভার মেয়র নজরুল ইসলাম খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন সংসদ সদস্য হাবিবা রহমান খান, প্রফেসর ননী গোপাল সরকার, অধ্যক্ষ মো. গোলাম মোস্তফা, মোজাম্মেল হোসেন টুকুসহ অন্যরা।

মেলা মঞ্চে দুইদিন দেশের বিভিন্নস্থানের প্রখ্যাত বাউলেরা তাদের বাউল গান পরিবেশনা করেন। মেলায় বিভিন্ন মিষ্টান্ন দ্রব্যসহ নানা পণ্যের দোকানিরা তাদের পসরা সাজিয়ে বসেন। শীতের মৃদু শৈত্যপ্রবাহের মাঝেও হাজারো দর্শক মেলায় বাউলগান উপভোগ করেন।

Back to top button