f
সারাদেশ

ফুলবাড়ীতে কৃষক-কিষাণীর মাঝে ব্র্যাকের শস্য নিরাপত্তা বীমার দাবিকৃত অর্থ প্রদান 

দিনাজপুরের ফুলবাড়ীতে বোরো ধানের ক্ষতি পুষিয়ে নিতে বেসরকারি সংস্থা ব্র্যাকের শস্য নিরাপত্তা বীমার আওতায় ১ হাজার ২৭৭ জন কৃষক-কিষাণীর দাবিকৃত ৮লাখ ২০ হাজার ২০৫ টাকা প্রদান করা হয়েছে।

আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় ব্র্যাকের ফুলবাড়ী কার্যালয়ের সভাকক্ষে মাইক্রোফাইন্যান্স কর্মসূচির আওতায় আয়োজিত ব্র্যাকের শস্য নিরাপত্তা বীমার দাবিকৃত অর্থ প্রদান প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) মোহাম্মদ আশরাফ হোসাইন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিরামপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মামুনুর রশিদ। এছাড়াও বক্তব্য রাখেন ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক (প্রগতি) আব্দুস সবুরহোসেন, ব্র্র্যাকের এলাকা ব্যবস্থাপক (দাবি) মো. ইমরানুল আমিন, ব্র্যাকের শাখা ব্যবস্থাপক (দাবি) আব্দুল্লাহ আল মামুন, শাখা ব্যবস্থাপক (বিসিইউপি) স্বপন কুমার প্রমুখ।

সভায় আনুষ্ঠানিকভাবে বোরো ধানের ক্ষতি পুষিয়ে নিতে ব্র্যাকের শস্য নিরাপত্তা বীমার আওতায় ১ হাজার ২৭৭ জন কৃষক-কিষাণীর দাবিকৃত ৮লাখ ২০ হাজার ২০৫ টাকা প্রদান হয়।

উল্লেখ্য, ২০২৪ সালে বোরো ধানের ক্ষতি পুষিয়ে নিতে ব্র্যাকের শস্য নিরাপত্তা বীমার আওতায় ২ হাজার ৬৭৬ জন কৃষক-কিষাণীর দাবিকৃত ১১ লাখ ৫৩ হাজার ২৮৭ টাকা প্রদান হয়।

ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) মোহাম্মদ আশরাফ হোসাইন বলেন, ব্র্যাকের শস্য নিরাপত্তা বীমা কার্যক্রম এলাকার কৃষক-কিষাণীদের চাষাবাদে আর্থিক ঝুঁকিমুক্ত রাখছে। এতে কৃষক-কিষাণীরা চাষাবাদে ক্ষতিগ্রস্ত হলেও আর্থিকভাবে লোকসানের হাত থেকে রক্ষা পাচ্ছেন এই শস্য নিরাপত্তা বীমার আওতায় আসার জন্য।

Back to top button