রাজশাহীসহ দেশের বিভিন্ন শহরে কারিগরি শিক্ষার্থীদের বিক্ষোভ, ছয় দফা দাবি বাস্তবায়নের আহ্বান


বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের শিক্ষার্থীরা ছয় দফা দাবি বাস্তবায়নের জন্য রাজধানী ঢাকা সহ রাজশাহী ও দেশের বিভিন্ন শহরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এই আন্দোলনের ফলে রাজধানী ও রাজশাহীতে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে এবং অন্যান্য শহরগুলোতেও দুর্ভোগের সৃষ্টি হয়েছে।
আজ বুধবার সকাল থেকে ঢাকা, কুমিল্লা, নরসিংদী, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, দিনাজপুর, গোপালগঞ্জসহ বেশ কয়েকটি শহরে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। তারা জানান, তাদের ছয় দফা দাবি দ্রুত মেনে না নিলে আরও কঠোর আন্দোলনে যাওয়ার পরিকল্পনা রয়েছে।
শিক্ষার্থীদের ছয় দফা দাবি নিম্নরূপ:
১. জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় বাতিল করতে হবে এবং ২০২১ সালে রাতের আঁধারে নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইন্সট্রাক্টরদের নিয়োগ বাতিল করতে হবে।
২. ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সে যেকোনো বয়সে ভর্তির সুযোগ বাতিল করতে হবে এবং একাডেমিক কার্যক্রম সম্পূর্ণ ইংরেজি মাধ্যমে চালু করতে হবে।
৩. উপসহকারী প্রকৌশলী ও সমমানের পদে ডিপ্লোমা প্রকৌশলীদের নিয়োগে বৈষম্য দূর করতে হবে এবং আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৪. কারিগরি সেক্টরে পরিচালনায় কারিগরি শিক্ষাবহির্ভূত জনবল নিয়োগ নিষিদ্ধ করতে হবে এবং দক্ষ শিক্ষক ও ল্যাব সহকারী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে।
৫. কারিগরি শিক্ষায় বৈষম্য দূর করার জন্য স্বতন্ত্র মন্ত্রণালয় প্রতিষ্ঠা করতে হবে এবং কারিগরি শিক্ষা সংস্কার কমিশন গঠন করতে হবে।
৬. পলিটেকনিক ও মনোটেকনিক ইনস্টিটিউট থেকে পাস শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগের জন্য একটি উন্নতমানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে।
শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ে দৃঢ় প্রতিজ্ঞ এবং সরকারের প্রতি তাদের আহ্বান জানিয়েছেন। রাজশাহীসহ অন্যান্য শহরে তাদের আন্দোলন অব্যাহত থাকবে বলে তারা জানিয়েছেন।