f
লালমনিরহাটসারাদেশ

লালমনিরহাটে ট্রলির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

জেলা প্রতিনিধি : লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ট্রলির ধাক্কায় অজ্ঞাত পরিচয়ে এক বৃদ্ধা নিহত হয়েছেন।

বুধবার বিকেলে উপজেলার সাপ্টিবাড়ি বাজার এলাকায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বিকেলে সাপ্টিবাড়ি বাজার এলাকায় মহাসড়ক পর হতে যান ঐ বৃদ্ধা। এ সময় একটি ট্রলি ধাক্কা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয়দের ধারবা- ঐ নারী ভবঘুরে বা মানসিক প্রতিবন্ধী ছিলেন।

লালমনিরহাট সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাহমুদুল হাসান জানান, অধিক রক্তক্ষরণে হাসপাতালে পৌঁছানোর আগেই ঐ বৃদ্ধার মৃত্যু হয়েছে।

আদিতমারী থানার ওসি মাহমুদ উন নবী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এছাড়া ঐ বৃদ্ধার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

Back to top button