f
ফেনীসারাদেশ

বিধি ভঙ্গ করে নৌকার প্রচারণা, উপ-সহকারী প্রকৌশলীকে শোকজ

নগর খবর ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা -১ (দাউদকান্দি-তিতাস) আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সবুরের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় বিল্লাল হোসেন নামের এক উপ-সহকারী প্রকৌশলীকে শোকজ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) কুমিল্লা-১ আসনের নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও কুমিল্লা জজ কোর্টের সিনিয়র সহকারী জজ মুক্তা রানী স্বাক্ষরিত এক চিঠিতে বিল্লাল হোসেনকে শোকজ করা হয়।

অভিযুক্ত বিল্লাল হোসেন ফেনীর দাগনভূঞা উপজেলার উপ-সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত আছেন। তিনি কুমিল্লার দাউদকান্দি উপজেলার কাজিরকোনা এলাকার দেলোয়ার হোসেনের ছেলে।

নোটিশে বলা হয়, ‘আপনি মো. বিল্লাল হোসেন, উপ-সহকারী প্রকৌশলী হিসেবে ফেনী জেলার দাগনভূঞা উপজেলায় কর্মরত আছেন। আপনি প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত থেকেও কুমিল্লা-১ আসনে নৌকা প্রতীকের প্রার্থী আব্দুস সবুরের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেছেন। উক্তরূপ কার্য দ্বারা আপনি জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা ২০০৮ এর বিধান লঙ্ঘন করেছেন বলে প্রতীয়মান হয়েছে। এমতাবস্থায় উপর্যুক্ত কারণে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে কেন আপনার বিরুদ্ধে আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নিমিত্তে নির্বাচন কমিশনার বরাবর সুপারিশ করা হবে না, তার বিষয়ে আগামী শনিবার (৩০ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় সিনিয়র সহকারী জজ কার্যালয়ে হাজির হয়ে ব্যাখ্যা প্রদানের জন্য গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর ৯১-এ(৫) (এ) অনুচ্ছেদের ক্ষমতাবলে নির্দেশ প্রদান করা হলো।’

Back to top button