f
মানিকগঞ্জসারাদেশ

পদ্মায় ফেরি ডুবি : ঘটনাস্থলে উদ্ধারকারী জাহাজ

নগর খবর ডেস্ক : বাল্কহেডের ধাক্কায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের পদ্মা নদীর মাঝে নোঙর করে রাখা রজনীগন্ধা ফেরি ও যানবাহন উদ্ধারে পাটুরিয়া ৫নং ফেরিঘাট এলাকায় যোগ দিয়েছে উদ্ধারকারী জাহাজ হামজা। বুধবার (১৭ জানুয়ারি) দুপুর ১২টায় জাহাজটি ঘটনাস্থলে পৌঁছায়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের বাণিজ্য শাখার উপমহাব্যবস্থাপক (ডিজিএম) শাহ মো. খালেদ নেওয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, ১০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। হুমায়ূন কবীর নামে ফেরিটির দ্বিতীয় যন্ত্রচালক এখনো নিখোঁজ রয়েছে।

প্রসঙ্গত, মঙ্গলবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে দৌলতদিয়া ঘাট থেকে রজনীগন্ধা ফেরিটি ৯টি গাড়ি নিয়ে পাটুরিয়া ঘাটের উদ্দেশে ছেড়ে আসে। কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে ফেরিটি মাঝ নদীতে নোঙর করে রাখা হয়। সকাল ৮টার দিকে পাটুরিয়া ঘাটের উদ্দেশে রওনা দেয়। পাটুরিয়ার ৫ নম্বর ঘাটের কাছে এলে বাল্কহেডের ধাক্কায় ফেরিটি ডুবে যায়।

Back to top button