f
লালমনিরহাটসারাদেশ

শীতে কাঁপছে দেশ,লালমনিরহাটের হাতীবান্ধা

জেলা প্রতিনিধিঃ উত্তরাঞ্চলসহ সারাদেশে বেড়েছে শীতের তীব্রতা। হিমালয়ের পাদদেশের লালমনিরহাটের হাতিবান্ধার তাপমাত্রা নেমে এসেছে ৭.৮ ডিগ্রি সেলসিয়াসে। চলতি বছরে এটি জেলার সর্বনিম্ন তাপমাত্রা। হিমেল হাওয়ায় কনকনে ঠাণ্ডায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের সাধারণ মানুষ।

বুধবার (৩ জানুয়ারি) হাতীবান্ধা আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা তথ্য জানান।

তিনি বলেন, লালমনিরহাট হাতীবান্ধা মাঝারি শৈত্যপ্রবাহ বইছে। সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, তাপমাত্রা আরও কমার আশঙ্কা রয়েছে।

তীব্র শীতের কারণে জেলাজুড়ে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। কনকনে বাতাস ও ঘনকুয়াশায় বিপাকে পড়েছে মানুষ। বিশেষ করে নিম্ন আয়ের মানুষের অবস্থা শোচনীয়।

এদিকে, শীত বাড়ার সাথে সাথে সারাদেশে ঠাণ্ডাজনিত ডায়রিয়া, নিউমোনিয়া, সর্দি-জ্বরসহ বিভিন্ন রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে। এর মধ্যে শিশু ও বয়স্কদের সংখ্যাই বেশি। ঠাণ্ডা জনিত রোগীর ভিড় বাড়ছে হাসপাতালে।

এদিকে, জানুয়ারি মাসে দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে এক থেকে দুটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

Back to top button