f
রাজশাহীসারাদেশ

জনসমর্থনে এগিয়ে সান্টুর ঘোড়া

আশরাফুল অন্তর: রাজশাহীর বাগমারায় ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ আগামী ২১ মে।

উক্ত নির্বাচনের প্রচার প্রচারনা আজ মধ্য রাত পর্যন্ত, কাল একদিন বিরতি দিয়ে পরদিন অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ।

রবিবার বিকেলে ভবানিগন্জ বাজারে ঘোড়া প্রতিকের পক্ষে জনসভায় উপস্থিত হয় হাজারো নেতাকর্মী সমর্থকরা।

এদিকে বাগমারা উপজেলার জনপ্রিয় ঘোড়া প্রতিকের জাকিরুল ইসলাম সান্টু বড় জনসভার মধ্য দিয়ে প্রচার-প্রচারণা শেষ করেছেন।

দ্বিতীয় বারের মতো ঘোড়া প্রতীক নিয়ে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নিয়েছেন জেলা আ’লীগের সহসভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান সান্টু।

এর আগে দেখা গেছে, প্রতিক বরাদ্দের পর থেকে নির্বাচনী এলাকায় লিফলেট হাতে প্রার্থী সান্টু এবং প্রার্থীর সমর্থকেরা মাঠে ছিলেন।

গেছেন বাড়ি বাড়ি। ভোট চাইছেন ভোটারের কাছে। প্রার্থীর সমর্থনে মহিলারাও বাড়ি বাড়ি ঘুরেছেন। মা-বোনদের কাছে প্রার্থীর গুণ কীর্তন করে ভোট চেয়েছেন। ভোটারদের দিয়েছেন উন্নয়নের নানান প্রতিশ্রুতি।

সাধারণ ভোটাররা বলছেন, সান্টুর রাজনীতির বয়স অনেক। তাকে আমারা সুখে দুঃখে সবসময় কাছে পাই।

বাগমারায় এবার চেয়ারম্যান পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করলেও গণজোয়ার উঠেছে কেবল ঘোড়া প্রতীকের। অপর দুইজন প্রার্থীরা হলেন নাছিমা খাতুন (মোটরসাইকেল) ও আব্দুর রাজ্জাক সরকার আর্ট বাবু (আনারস)।

Back to top button