নিজস্ব প্রতিবেদক: দেশের জনপ্রিয় নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল বাংলার জনপদের যুগ্ম বার্তা সম্পাদক জাহিদ হাসান সাব্বিরকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
রোববার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় রাজশাহী নগরীর উপশহর নিউ মার্কেট এলাকায় পোর্টালটির প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
বাংলার জনপদ পরিবারের পক্ষ থেকে জাহিদ হাসান সাব্বিরের হাতে বিদায়ী ক্রেস্ট তুলে দেন পোর্টালের সম্পাদক ড. সাদিকুর রহমান ও বার্তা সম্পাদক হাসনাইন মুত্ত্বাকী (বিস্ময়)। এ সময় তাকে ফুল দিয়ে বিদায় জানানো হয়। এরপর তাকে করানো হয় মিষ্টিমুখ। কাটা হয় কেক। এ সময় আবেগঘন পরিবেশ তৈরি হয়।
বিদায়ী সংবর্ধনা প্রদানকালে জাহিদ হাসান সাব্বিরের সাফল্য কামনা করেন বাংলার জনপদের সম্পাদক ড. সাদিকুর রহমান। এ সময় সাব্বিরও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এদিন বিদায় সংবর্ধনা প্রদানকালে বাংলার জনপদের অ্যাসিস্ট্যান্ট সাব-এডিটর সৌরভ শেখ, স্টাফ রিপোর্টার মৃদুল ইসলাম, আশরাফুল ইসলাম অন্তর, ওয়াহিদুর রহমান, মোহন আলী, সুমাইয়া রহমান রিয়া, সোনিয়া খাতুন, আমানুল্লাহ আমান এবং টেকনিক্যাল অফিসার রুবেল পারভেজ উপস্থিত ছিলেন।