রাজশাহীসারাদেশ

সংগ্রামী রাজু এখন বাউবি’র এমবিএ (বাংলা) প্রোগ্রামের শিক্ষার্থী

জেলা প্রতিনিধি : উন্মুক্ত ও দূরশিক্ষণ পদ্ধতিতে শিক্ষা প্রদান করাই হলো বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)-এর মূল উদ্দেশ্য। ঝরে পড়া, পিছিয়ে থাকা, সুবিধা বঞ্চিত শিক্ষার্থীরা পড়াশুনা করছেন বাউবিতে। নানা কারণে যারা সময়মত শিক্ষা গ্রহণ করতে ব্যর্থ হয়েছেন তার মধ্যে রাজশাহী জেলার জিউপাড়া ইউনিয়নের রাজু আহম্মেদ (বয়স ৩৩) একজন। তিনি রাজশাহীর ঝলমলিয়া হাট ও তাহেরপুর হাটে ব্যবসা করেন। ব্যবসার পাশাপাশি তিনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) পড়াশুনা করছেন। ক্লাস-পরীক্ষা শুক্রবার হওয়ায় তার জন্য ভালই হয়েছে। এতে করে তার ব্যবসার কোন ক্ষতি হয় না। তার ইচ্ছে বিদেশ পাড়ি দেওয়া অর্থাৎ দক্ষিণ কোরিয়ায় যাওয়া। এর জন্য তিনি রীতিমত কোরিয়ান ভাষাও আয়ত্ব করে নিয়েছেন। তিনি রাজশাহী বোর্ড থেকে ২০০৮ সালে এসএসসি, ২০১০ সালে এইচএসসি এবং গত ২০১১ সালে বাউবি’র বিবিএ প্রোগ্রামে (১১১৩২৩৭১০১৪) ভর্তি হয়ে ২০২০ সালে উত্তীর্ণ হন (ফলাফল প্রকাশ হয় ২০২৩)। এবার তিনি বাউবি’র এমবিএ (বাংলা) প্রোগ্রামে (ইউজার আইডি: ২৩১২৩০৪৮) ভর্তির জন্য অদ্য ১৯ জানুয়ারি ২০২৪ তারিখে সাক্ষাৎকার দিলেন। এরই একফাঁকে তিনি বাউবি রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের সহকারী পরিচালক জনাব মো: মাহবুবুর রহমান ও প্রশাসনিক কর্মকর্তা জনাব মো: আরিফুল ইসলাম-এর সাথে ফটোসেশন ও তাঁর জীবনকাহিনী পেশ করেন। আশাকরি তিনি বাউবি’র এমবিএ (বাংলা) প্রোগ্রাম সফলভাবে সম্পন্ন করবেন।

Back to top button