f
রাজশাহীরাজশাহী মহানগরসারাদেশ

সাহস থাকলে নির্বাচনে আসেনঃ ডা. অর্ণা জামান

নিজস্ব প্রতিবেদক: আজ বিএনপি-জামায়াতের নেতারা ঘরে বসে বিভিন্ন ডিজিটাল প্লাটফর্মে বক্তব্য দেন তারা নাকি নির্বাচন বাঞ্চাল করে দিবেন। এতোই যদি সাহস থাকে তাহলে নির্বাচনে আসেন, দেখি আপনাদের জনপ্রিয়তা কতটুকু, এমটাই বললেন বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সদস্য, যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য এবং রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা।

আজ রোববার (১০ ডিসেম্বর) রাজশাহী মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক মনোনীত প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে রাজশাহী মেডিকেল কলেজ, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রাজশাহী মহানগর ছাত্রলীগের আয়োজিত ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ডা. অর্ণা জামান এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, আমরা দেখেছি যখনই নির্বাচন আসে তখনই বিএনপি-জামায়াতের মতো দলগুলো সন্ত্রাসী কর্মকান্ডে মেতে উঠে। নানা রকম ষড়যন্ত্রে লিপ্ত হয় এবং সাধারণ মানুষের জানমালের ক্ষয়ক্ষতি করে। তকি যারা নির্বাচন বাঞ্চাল করতে চেষ্টা করবে আমরা তাদের রাজপথে থেকে মোকাবিলা করবো। দেশ ও মানুষের কল্যাণে জননেত্রী দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় নির্বাচিত করতে আমরা রাজপথে আছি এবং থাকবো। কোন ধরনের স্বাধীনতা বিরোধী কর্মকাণ্ড এ দেশের মাটিতে আমরা মেনে নিবো না।

ছাত্র সমাবেশে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান বাবু সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহিল গালিব, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি মোঃ ফাহমিদ লতিফ লিয়ন, সাধারণ সম্পাদক সৌমিক সাহা, রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সিয়াম, সাধারণ সম্পাদক ডা. সিরাজুম মুবিন সবুজ, রাজশাহী মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি শুভ কুমার মন্ডল ও সাধারণ সম্পাদক মোঃ নাহিদ হাসান সহ মহানগর ছাত্রলীগের সকল ইউনিটের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button