f
রাজনীতিরাজশাহীরাজশাহী মহানগরসারাদেশ

গুম হওয়া সকলের মুক্তির দাবিতে রাজশাহীতে ছাত্রদলের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে রাজশাহীতে গুমের শিকার ছাত্রদলের নেতাকর্মীদের মুক্তি ও হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। রাজশাহী সরকারি কলেজ শাখা ছাত্রদল এ কর্মসূচি পালন করে।

আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজশাহী কলেজ প্রধান ফটকের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে তারা।

মানববন্ধনে রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা ও নগর ছাত্রদলের আহ্বায়ক আকবর আলী জ্যাকি উপস্থিত ছিলেন।

তারা বলেন, বিগত ১৬ বছর ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা ছাত্রদলের নেতাকর্মীদের গুম-খুন করে মানবাধিকার লঙ্ঘন করেছে। গুম-খুনের ঘটনার জন্য শেখ হাসিনার বিচার হওয়া দরকার। তা না হলে দেশে মানবাধিকার প্রতিষ্ঠা হবে না।

এসময় রাজশাহী কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ বলেন, মানবাধিকার লঙ্ঘনের মাধ্যমে এই সরকার দেশে ভীতিকর পরিবেশ সৃষ্টি করেছে। জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য আমাদের সবাইকে একত্রিত হতে হবে।

মানববন্ধনে ছাত্রদলের নেতৃবৃন্দসহ রাজশাহী কলেজের সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Back to top button