f
রাজশাহীসারাদেশ

নগরীতে চোর সন্দেহে নারীর চুল কর্তন ও মারধর

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী নগরীতে চোর সন্ধেহে নাসিমা বেগম(৫২) নামে এক নারীকে গ্রিলে বেধে মারপিট করার ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার (১ অক্টোবর) দুপুর একটার দিকে সপুরা ছয়ঘাঁটি মোড়ে এ ঘটনা ঘটে।

এই ঘটনায় ভুক্তভোগী ওই নারী বোয়ালিয়া থানায় একটি এজাহার দায়ের করেছেন।

এজাহার ও স্থানীয় সুত্রে জানা যায়, গত মঙ্গলবার দুপুর ১ টায় নাসিমা বেগম তার বড় ছেলেকে একটি রিক্সা কিনে দেন। সেই রিক্সা নিয়ে চালানোর সময় খারাপ হলে সপুরার একটি গ্যারেজে রিক্সা ঠিক করতে দেন। তারপর নাসিমা বেগমের ছেলে চুরি করতে গিয়ে এলাকাবাসীর কাছে ধরা খান। এলাকাবাসী তাকে থানায় দেন ও তাকে কারাগারে প্রেরণ করা হয়।

ঘটনার পর নাসিমা বেগম গ্যারেজ থেকে রিক্সা আনতে গেলে এজারভুক্ত আসামী সোনিয়া শারমিন, সেলিনা, সজীব, এবাদত ও আসরাফুন নেছাসহ অজ্ঞাত ১০, ১৫ জন মিলে তাকে চোর বলে গ্রিলে বেধে মারপিট করে এবং তার মাথার চুল কেটে ফেলে।

ভুক্তভোগী আসামী জানান, আমার ছেলে অপরাধ করলে তার শাস্তি সে পাচ্ছে, কিন্তু রিক্সা তো আমার, আমি নদীর ধারে বাদাম বিক্রি করে খায়। রিক্সা টা আমাদের পরিবারের সংসার চালানোর বাহন। সেটা আনতে গেলে আমার মাথার চুল কেটে দিয়ে মারপিট করা হয়।

এ বিষয়ে বোয়ালিয়া থানার ওসি মেহেদী মাসুদ জানান, এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Back to top button