f
রাজশাহীরাজশাহী মহানগরসারাদেশ

রাজশাহীতে গণঅধিকার পরিষদের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে ইফতার বিতরণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে গণ অধিকার পরিষদের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। রবিবার বিকেল ৫টায় নগরীর ১৭ নং ওয়ার্ড গণ অধিকার পরিষদের আয়োজনে নওদাপাড়া এলাকার প্রতিবন্ধী স্বনির্ভর সংস্থার প্রতিবন্ধী সদস্যদের মাঝে এই ইফতার বিতরণ করা হয়। এর আগে প্রতিবন্ধীদের সুস্বাস্থ্য কামনায় দোয়া করা হয়।

এ বিষয়ে ১৭নং ওয়ার্ড গণ অধিকার পরিষদের আহ্বায়ক রইস উদ্দীন অসহায় প্রতিবন্ধীদের উদ্দেশ্যে বলেন, গণ অধিকার পরিষদ এর মূল লক্ষ অধিকার বাস্তবায়ন করা। যেকোনো অসুবিধা হলে আপনাদের পাশে সব সময় থাকবে গণ অধিকার পরিষদ। আমি যতটুকু সম্ভব পারি আপনাদের মাঝে দাঁড়ানোর চেষ্টা করব। আপনাদের বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করা সহ,  সামনে গনঅধিকার আরো উন্নতি করবে এবং সামনের দিনে আপনাদের জন্য আরো ভালো কিছু নিয়ে আসবো। শীতের সময় শীতবস্ত্র বিতরণকরা সহ অন্যান্য কার্যক্রম এর মাধ্যমে আপনাদের নিয়ে কাজ করতে চাই। গণ অধিকার পরিষদের আজকের যাত্রা আগামীতেও বলবত থাকবে।

তিনি আরো বলেন, যেকোনো সমস্যার সম্মুখীন হলে কোন সংকোচ বা দ্বিধা ছাড়াই তার কাছে আসার আহ্বান জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর গণ অধিকার পরিষদের সহ-সভাপতি মোঃ সোহেল, যুগ্ম সহ-সভাপতি মোঃ রানা, সদস্য সচিব মোঃ আব্দুল বাতেন বাবু, পিএসএস এর সভাপতি মোঃ মমিনুল ইসলাম, ১৭ নং ওয়ার্ডের সদস্য সচিব মোঃ মুরাদ হোসেন, যুব গণ অধিকারের সাধারণ সম্পাদক মোঃ আলিম আলী, সিনিয়র সহ-সভাপতি মোঃ মেহেদী হাসান, রাজশাহী মহানগর ছাত্র অধিকার পরিষদের প্রতিনিধি মোঃ আলামিন বাদশা অপূর্বসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Back to top button